ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনে উদযাপন করেছে।
শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষ্যে মঙ্গলবার  কুমিল্লা -৫ আসনের এমপি ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড. আবুল হাশেম খান এবং উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের নেতৃত্বে বুড়িচং দক্ষিণ বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি শোকর?্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক উপজেলা চত্বর স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় বুড়িচং উপজেলা আ’লীগের আ’লীগের সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. রেজাউল করিম, বিশিষ্ট দানবীর বুড়িচং সদর আওয়ামীলীগ সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. কাশেম মাস্টার, উপপজেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, বাকশীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজেদ মেম্বার, বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, ভারেল্লা উত্তর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, নেওয়াজ আলী সর্দার, আ’লীগ নেতা মো. জালাল উদ্দীন, দেলোয়ার হোসেন বাচ্চু, নুরে আলম, রাসেল চৌধুরী, হাজী হাবিবুর রহমান চান মিয়া, এড. মাহবুবুর রহমান (লড়িবাগ), এড আবুল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান খান রুমেল, উপজেলা যুবলীগ নেতা আ: রশীদ পেপার, সফিকুল ইসলাম ভুইয়া, হিরু মিজান, দুলাল হোসাইন, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক হিমেল খান, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সেক্রেটারি ইঞ্জি. বাছির খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আশিকুর রহমান, মো. করিম খান রিপন, সাইফুল ইসলাম চৌধুরী, মাসুদ পারভেজ রুবেল, মিজানুর রহমান রেজভী, আনিসুর রহমান, রাসেল মিয়া, জাহাঙ্গীর কাজী, কাইয়ুম, সোহাগ মিয়া, বিল্লাল হোসেন, হাজী জলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ছবি ভুইয়া, মো. জসিম উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীন, সেক্রেটারি মো. সুমনসহ আ’লীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ’লীগ সভাপতি ও কুমিল্লা-৫ আসনের এমপি এড. আবুল হাশেম খাঁন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে বলেন- মায়ের ভাষা বাংলা ভাষা। তৎকালীন এ রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি পেতে যারা জীবন বাজি রেখে ৫২ এর ভাষা আন্দোলন তথা ৮ ফালগুন শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি তাদের এ আত্মত্যাগকে জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে বলে উল্লেখ করেন।
বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান চেয়ারম্যান, মো. আবদুছ ছালাম খন্দকার ও বীর প্রতীক আ: ওহাবের নেতৃত্বে সকালে উপজেলা কমপ্লেক্স স্মৃতি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দীন, ষোলনল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.ফরিদ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মো. ময়নাল হোসেন ফকির, ময়নামতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আলমগীর জলিল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মো. শরীফ, আলমাজ উদ্দীন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা কমপ্লেক্স স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, এম.এ আজিজ পাটোয়ারি, সহকারি অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ, আবুল হাসেম, শিহাব উদ্দীন, সুমন মিত্র, সাইফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবু জাহের, অধ্যাপক কবির হোসেন, সহকারি লাইব্রেরিয়ান কামাল হোসেন, অমর কৃষ্ণ শীল, আবু কাউছার, মো. নজরুল ইসলাম সহ অন্যান্য অধ্যাপক সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ সহ সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
এছাড়া, দিবসটি পালন উপলক্ষে একটি চৌকস বিএনসিসি দল বিশেষ কুচকাওয়াজে অংশ নেয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা কর্তৃক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ও অত্র মাদ্রাসার গভর্নিং বডি সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।? উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুফতি আমিনুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম প্রভাষক, মাওলানা মহিউদ্দিন সহ মাদ্রাসার বিভিন্ন প্রভাষক এবং শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
বুড়িচং সদরের দক্ষিণ বাজারে অবস্থিত বুড়িচং মডেল পলি টেকনিক্যাল ইনস্টিটিউট ট্রেনিং সেন্টারের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রভাত ফেরি শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি মেঃ জাহাঙ্গীর আলম মাষ্টার এর নেতৃত্বে এবং পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, কো- অডিনেটর রাফি আহামদ, ইন্সেটাক্টর এম বিল্লাল হোসেন, লিড ট্রেনিং এম মোবারক হোসেন, তানিম ভূইয়া, রহমত উল্লাহ, জুয়েল মিয়া, আরাফাত রহমান প্রমুখ।