ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 চৌদ্দগ্রামে আ’লীগ নেতা কাজী মমতাজ উদ্দিন বারী’র ইন্তেকাল
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী মমতাজ উদ্দিন বারী (৬০) বুধবার দিবাগত রাতে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদ যোহর নামাজে জানাজা শেষে বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় উপস্থিত হয়ে মরহুমের স্বরণে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু।
বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাঈমুর রহমান মজুমদার মাছুম, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একেএম খোকন, বাতিসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, ছোট ভাই কাজী আবদুল মতিন ও উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু প্রমুখ। নামাজে জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে আয়োজিত ওয়াজ মাহফিলে রাত আনুমানিক দশটায় অতিথি হিসেবে কাজী মমতাজ উদ্দিন বারী বক্তব্য রাখেন। কিছুক্ষণ পরে তিনি বুকে ব্যথা অনুভব করলে পাশর্^বর্তী নানকরা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চৌদ্দগ্রাম বাজারের একটি প্রাইভেট হাসপাতাল ও পরে কুমিল্লার আরেকটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিওতে চিকিৎসারত অবস্থায় রাত তিনটায় তাঁর মৃত্যু হয়।
তিনি ১৯৭৫ সালের পর বিভিন্ন মেয়াদে চিওড়া কলেজ ও চৌদ্দগ্রাম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। বেশ কয়েক বছর বিদেশে চাকরি শেষে দেশে ফিরেন। বর্তমানে বাতিসা ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
এদিকে বাতিসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মমতাজ উদ্দিন বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।