ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ৫ ঘর
প্রায় ২৫ লক্ষাখ টাকার ক্ষতি
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM, Update: 24.02.2022 1:40:16 AM
বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ৫ ঘরএবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার'র উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের ভূইয়া বাড়ির মৃত আবদুল খালেক মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় আগুন লেগে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানা যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
অগ্নিকান্ডের সময় বসত ঘরে অবস্থানরতখালেক মিয়ার স্ত্রী সুরাইয়া খাতুন (৬২) বলেন, আগুনের কথা আমি বলতে পারবোনা,আমিতো আমার ছোট ছেলের বউ জামিলা বেগম(২৫) ও আমার নাতি নাতনি নিয়ে ঘরের ভিতর ঘুমিয়ে ছিলাম। তখন পাশের ঘরের এক নাতিন এসে গেইটে দাদি আগুন লাগছে বলে শুর চিৎকার শুরু করে তখন আমরা বের হয়ে আসি। বের হতেই দেখি সবগুলো ঘরে আগুন ছড়িয়ে পড়ে, আমার কোন কিছুই রক্ষা করতে পারলাম না।
একই বাড়ির প্রতিবেশী আমিনুল ইসলাম ভূঁইয়া বিদ্যুৎ বিভাগের প্রতি অভিযোগ করে বলেন, যে ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে ঘরের কোণে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, দুদিন পর পর ওই খুঁটি থেকে আগুনের ফুলকি পরে। বিদ্যুতের লোকজনকে বার বার বললেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
প্রতিবেশী আলী হোসেন জানান, রাতে মানুষের শুরু চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে, সবাই মিলে অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি, ফায়ার সার্ভিস আসলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিস'র স্টেশন মাস্টার নুরুল হক বলেন, আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান যতটুকু আমরা দৃশ্যমান দেখতে পেয়েছি প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকার ক্ষতির ধারনা করা যাচ্ছে।