ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বদলে যাওয়া টাইগারদের দেখে ভীষণ খুশি সিডন্স
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
তিনি যখন বাংলাদেশের প্রধান কোচ ছিলেন, দলটি ছিল ভাঙাচোরা। সাকিব-তামিমরা তখন কেবল উঠে আসছেন।   ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা সিডন্স বাংলাদেশ দলকে একটা জায়গায় রেখে গিয়েছিলেন। ১১ বছর পর ফিরে এসে তিনি দেখছেন বড় বড় সব তারকার পাশাপাশি তরুণ প্রতিভার ছড়াছড়ি।
বদলে যাওয়া এই বাংলাদেশ দল দেখে এই অস্ট্রেলিয়ান কোচ মহাখুশি। তিনি বলেছেন, তার কাজ নাকি অনেকাংশেই কমে গেছে।
আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ ইতোমধ্যে জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফিফ-মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং আর দ্বিতীয় ম্যাচে লিটন-মুশফিকের ক্ল্যাসিক সিডন্সের মন ভরিয়ে দিয়েছে। আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, 'এরা যত বেশি ম্যাচ খেলবে ততই বড় ম্যাচে পারফর্ম করার সুযোগ বাড়বে। ছেলেদের জন্য এই ম্যাচগুলো চাপের। ওদের ম্যাচগুলো জিততেই হতো। তরুণরা এসব ম্যাচে ভালো করছে, এটা দেখে ভালো লাগছে। অভিজ্ঞরা ভালো করবেই। ওদের সঙ্গে তরুণদের ভালো করাটা অনেক বড় ব্যাপার। '
ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেলেও বাংলাদেশের পেসারদের দেখে সিডন্স বেশ রোমাঞ্চিত, 'চার-পাঁচজন ৬ ফুট লম্বা ফাস্ট বোলার আছে, যারা ঘণ্টায় ১৪০ কিলোমিটারে বল করে। এটা খুব রোমাঞ্চকর ব্যাপার। দলে এখনো বিশ্বের সেরা অলরাউন্ডার আছে, যে প্রতি ম্যাচেই কিছু না কিছু করে অবদান রাখছে। মিরাজ, আফিফ ও লিটনকে দেখলাম ভালো করতে। ওদের যে দক্ষতা, আশা করি সময়ের সঙ্গে আরো উন্নতি করবে। আমার কাজ অর্ধেক হয়ে গেছে, কারণ দলে অনেক ভালো ক্রিকেটার আছে। তবে এখানে আফগানদের তিন স্পিনারকে খেলতে হচ্ছে। এটা মোটেও সহজ না। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলতে গেলে ফাস্ট বোলার থাকবে চারজন। আমাদের ওই কন্ডিশনে ভালো করার জন্য প্রস্তুত হতে হবে। আমরা ভালো দল। আমাদের ভালো করে যেতে হবে। ছেলেদের আরো এক ধাপ এগিয়ে যেতে হবে দেশের বাইরে ভালো করার জন্য। '