ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডাঃ ফেরদৌস খন্দকারকে শিক্ষা সেবা ফাউন্ডেশন থেকে সংর্বধনা
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM, Update: 27.02.2022 12:15:53 AM
ডাঃ ফেরদৌস খন্দকারকে শিক্ষা সেবা ফাউন্ডেশন থেকে সংর্বধনা নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষা সেবায় বিশেষ অবদান রাখায় আমেরিকা প্রবাসী শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারকে সংবর্ধনা,এডুকেশন অ্যওয়ার্ড ও সংগ্রামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি রেজাউল খাঁন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, কুমিল্লা আইডিয়া কলেজ এর সভাপতি শাহ মোঃ আলমগীর খান।
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সভাপতি সৈয়দ সাইদুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি আবদুর রহমান, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন বিএসসি, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান, তিতাস উপজেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু নেছার উদ্দিন, বরুড়া উপজেলা কমিটির সভাপতি নয়ন দেওয়ানজী, লাঙ্গলকোট উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম ভূইয়া,সোহেল,সদর দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি পিন্টু চন্দ্র সরকার,চান্দিনা উপজেলা কমিটির সভাপতি হানিফ মোছাব্বীর প্রমুখ।
অনুষ্ঠানে দশজন একাদশ শ্রেনির সংগ্রামী৷ শিক্ষার্থীকে বই খাতা কলম দেয়া হয়।