Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM, Update: 27.02.2022 12:16:09 AM
করোনার
অতি সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের নিম্নমুখিতা অব্যাহত
রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা কমে হাজারের নিচে এসেছে।
এর
আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি এর চেয়ে কম (৮৯২ জন) শনাক্ত হবার কথা জানায়
অধিদফতর। এরপর থেকে রোগীর সংখ্যা হাজারের নিচে নামেনি। সে হিসেবে দেড় মাস
পর করোনাতে নতুন শনাক্ত রোগী সংখ্যা হাজারের নিচে নামলো।
স্বাস্থ্য
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৬
ফেব্রুয়ারি সকাল ৮টা) নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। দেশে মোট শনাক্ত ১৯
লাখ ৪১ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট
জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ২৪ জন। করোনায়
আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত মোট
সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪২৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩৭৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০৫টি।
এখন
পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৪০ হাজার ২৮৩টি আর
বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ১৪ হাজার ৯০৮টি।
গত ২৪
ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার চার দশমিক ১৫ শতাংশ আর এখন পর্যন্ত
শনাক্তের হার ১৪ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭২
শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায়
মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী তিনজন। দেশে করোনায়
আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৩৩ জন। নারী মারা
গেলেন ১০ হাজার ৪৯১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী চার জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন আর ৩১ থেকে ৪০ বছর ও ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন।
অধিদফতর
জানাচ্ছে, মারা যাওয়া আট জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন।
ঢাকা ও রংপুর বিভাগে মারা গেছেন দুজন করে আর খুলনা বিভাগে মারা গেছেন একজন।
অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া আট জনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।