ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত
Published : Wednesday, 2 March, 2022 at 5:50 PM
রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহতটানা সপ্তম দিনের মতো চলছে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা। এই হামলা থেকে নিজের দেশকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের দুই তরুণ ফুটবলার। বিশ্ব ফুটবলের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

নিহত দুই ফুটবলার হলেন ২১ বছর বয়সী ভিতালি সাপিলো এবং ২৫ বছর বয়সী দিমিত্র মার্টিনেঙ্কো। ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রাণ হারানো প্রথম দুই ফুটবলার তারা।

তৃতীয় বিভাগের দল কারপাতি লাভিভসের যুব দলের গোলরক্ষক ছিলেন ২১ বছর বয়সী ভিতালি। ইউক্রেনের আর্মির সঙ্গে প্রতিরক্ষার মিশনে ট্যাংক কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। তার মৃত্যু হয়েছে রাজধানী কিয়েভের এক যুদ্ধে।

ভিতালির ক্লাব এক বিবৃতির মাধ্যমে তাকে নায়ক হিসেবে আখ্যায়িত করেছে। তার বাবা রোমান সাপিলো জানিয়েছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বিমান হামলায় প্রাণ হারিয়েছে তার আদরের সন্তান।

অন্যদিকে ২৫ বছর বয়সী দিমিত্র খেলতেন দ্বিতীয় বিভাগের দল এফসি গোস্তোমেলে। রাজধানী কিয়েভে রাশিয়ান বোমা হামলায় নিজ বাড়িতেই মাসহ মৃত্যুবরণ করেছেন দিমিত্র।