আগামী ২৬ মার্চ বেলারুশের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার আগে বাহরাইনের বিপক্ষে আগামী ২৩ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। মানামাতে অনুষ্ঠিতব্য বেলারুশের বিপক্ষে ম্যাচটির প্রতিপক্ষ পরিবর্তনের চেষ্টা করছে ভারত। রাশিয়া ও বেলারুশকে বিশ্ব ক্রীড়াঙ্গন বর্জন করার প্রেক্ষিতে ভারতও এর সাথে একাত্বতা ঘোষণা করেছে।
এ সম্পর্কে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, পরিস্থিতি বিবেচনায় আমরা বেলারুশের বিপক্ষে ম্যাচটি না খেলার চেষ্টা করছি। মানামাতে দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আমরা অন্য কোন দলকে চাচ্ছি। যদিও হাতে যেহেতু এখন আর বেশী সময় বাকি নেই সে কারনেই আমরা বুঝতে পারছি বিষয়টি কঠিন। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এমনও হতে পারে বাহরাইনের বিপক্ষেই আমরা দুটি ম্যাচ খেলতে পারি। যদিও এখানে কিছু জটিলতা রয়েছে। ফিফা যেহেতু বেলারুশকে নিষিদ্ধ করেনি সে কারনেই প্রীতি ম্যাচটি সরাসরি বাতিল হচ্ছে না। বেলারুশকে ফিফা নিষিদ্ধ করলে আমাদের খেলার প্রশ্ন উঠতো না। কিন্তু এখনো পর্যন্ত বেলারুশের বিপক্ষে ম্যাচটি চলমান আছে।
ফিফা ও উয়েফা সব ধরনের আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করলেও তাদের সমর্থন দেয়া বেলারুশের ব্যপারে এখনো কোন সিদ্ধান্ত জানায়নি।
জুনে কলকাতায় এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইন ও বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত।