হাইকোর্ট থেকে আজ রায় এসেছে জায়েদ খানই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন। এ রায় আসার পর থেকেই আজ বুধবার (২ মার্চ) এফডিসিতে বাড়তে থাকে লোক সমাগম।জায়েদ খানও এসেছেন নিজের দায়িত্ব বুঝে নিতে। কিন্তু তিনি এফডিসিতে প্রবেশ করলেও শিল্পী সমিতিতে প্রবেশ করতে পারছেন না। সমিতি তালাবদ্ধ।
একদিকে জায়েদ খানকে শুভেচ্ছা জানাতে আসছেন তার পক্ষের শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা। অন্যদিকে জায়েদ খানের বিপক্ষে অবস্থান নিয়ে মিছিল-বিক্ষোভ করছেন শিল্পী সমিতির ভোটবঞ্চিত শিল্পীরা।
এ অবস্থায় আজ সন্ধ্যা পৌনে ৭টায় এফডিসিতে চলে পুলিশের ঝটিকা অভিযান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ প্রবেশ করতেই অনেক বহিরাগতকে দৌড়ে পালাতে দেখা যায়।
১০ মিনিটের ঝটিকা অভিযান শেষে চলে যায় পুলিশ। যাওয়ার আগে ওসি সাংবাদিকদের বলেন, এটা কেপিআইভুক্ত এলাকা। নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা এফডিসিতে এসেছিলাম। বিশেষ কোনো অভিযান ছিল না।