কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতি ও শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৩ মার্চ উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল সেনের বাজার জলিল ষ্টোরের সামনের বাগড়া টু হরিমঙ্গল গামী পাকা রাস্তার হতে আহাম্মেদ হোসাইন (৩০)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আহাম্মেদ হোসাইন কুমিল্লা সদরের চম্পক নগর এলাকার মৃত আলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে গতকাল ৪ মার্চ শুক্রবার উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা বাজারের অরুণ ডাক্তারের ঔষধের দোকানের সামনে হতে মোঃ ইমন হোসেন (১৯)কে গ্রেফতার করে। সে নরসিংদী জেলার রায়পুরা থানার বাঁশগাড়ি এলাকার মোঃ পিরো মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা জাকির হোসেন এর খালী ভিটির সামনের জামতলী টু ষাইটশালা গামী পাকা রাস্তার উপর হতে মোঃ ফরিদ মিয়া (৫৫)কে গ্রেফতার করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ এলাকার মৃত দিলু মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"