ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো
Published : Friday, 4 March, 2022 at 9:28 PM
ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া: ন্যাটোইউক্রেনে আগ্রাসনের সময় রাশিয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়ার দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

ক্লাস্টার বা গুচ্ছ বোমার বিস্ফোরণ একবারে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এই ধরনের বোমার ব্যবহার বিপজ্জনক বলে মনে করা হয়।

সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, ‘আমরা ক্লাস্টার বোমার ব্যবহার দেখেছি, আমরা অন্য ধরনের অস্ত্র ব্যবহারের খবরও দেখেছি, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।’

ন্যাটো মহাসচিব আরও জানান, পশ্চিমা সামরিক জোটটি ইউক্রেনে নো-ফ্লাই জোন বানাবে না কিংবা সেনাও পাঠাবে না। তবে কিয়েভকে অন্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ন্যাটো রাখবে বলে জানান তিনি। অবিলম্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন থামানোর আহ্বান জানান ন্যাটো মহাসচিব।

সূত্র: বিবিসি