বোতলের সয়াবিন তেল খুলে বিক্রি, দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
নওগাঁয় বেশি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে বিক্রি করার অপরাধে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে শহরের ডাবপট্টিতে দোকানি অম্বিকা চরণ পালকে এ জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিত্বে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে শহরের আরও ছয়টি দোকানে জরিমানা করে। শহরের ডাবপট্টি ও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে মেসার্স রাজা ভ্যারাইটিজকে পাঁচ হাজার টাকা, জননী ভ্যারাইটিজ ও নিতাই ভ্যারাইটিজকে তিন হাজার টাকা করে এবং রিফাত স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বিশ্ব ভ্যারাইটিজকে এক হাজার টাকা ও মা ভ্যারাইটিজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সাতটি দোকানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, তেলসহ খাদ্যপণ্য নিয়ে কেউ এ ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এসময় নওগাঁ পুলিশ লাইন ও এনএসআই সদস্যরা এবং চেম্বার অব কমার্সের পরিচালক শেখ রুহুল আমীন আরমান উপস্থিত ছিলেন।