বরুড়ায় শশার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি!
Published : Saturday, 5 March, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার
বরুড়া উপজেলার মুগুজি ও আগানগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গুলোর শশা
চাষীদের মুখে হাসি। তাদের এ মুখের হাসির কারণ, এ বছর আবহাওয়া চাষীদের
অনুকূলে ছিল,মাঝে মাঝে বৃষ্টি ও রোদ ছিল। শশার বাজার যেন চাষীদের আনন্দ
মেলা। কম-বেশি দামে বিক্রয় করছে উৎপাদনকারী আর মাঝখান দিয়ে লাভবান হচ্ছে
মধ্যস্থতায় থাকা মানুষগুলো।
সরেজমিনে এসব অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি
শশার বাজার নিমসার ঘুরে জানা যায়, প্রতি মন শশা বিক্রি হচ্ছে ৮’শ থেকে ১
হাজার টাকায়। যা কেনা হচ্ছে চাষীদের কাছ থেকে এবং চাষীরা তাতে
সন্তুষ্ট।আবার যারা এখান থেকে কিনে রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে
পাঠাচ্ছে তাদেরও লাভের অংশে কমতি নেই।
হরিপুর গ্রামের এক শশা বলেন,তার
৫৪ শতক জমিতে দুই দিন পর পর প্রায় ৮-১০ মন শশা উঠছে এবং তা দেড় মাস ধরে
চলবে, যদি কোনো দুর্যোগ না ঘটে। বরুড়া উপজেলার খোশবাস উত্তর দক্ষিণ ও
আগানগর ইউনিয়নে প্রায় কৃষক শশা চাষ করে।