বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানিয়েছেন, এ মুহূর্তে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা বাদ দিতে হবে।
তিনি হুশিয়ারি দিয়েছেন, যদি এখনই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইউরোপ অচল হয়ে যাবে এবং এ সিদ্ধান্ত হবে বিধ্বংসী।
জার্মানির রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলার সময় এমন মন্ত্যব্য করেন ওলাফ শলৎজ।
জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, ধীরে ধীরে রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে জার্মানি।
তবে এ মুহূর্তে এটি করা সম্ভব নয়।
এ ব্যাপারে জার্মান চ্যান্সেলর বলেন, আমরা নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু আজ বা কাল থেকেই রাশিয়ার জ্বালানি আনা বন্ধ করে দিলে জার্মানি ও পুরো ইউরোপ মন্দায় পড়বে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিলে পুরো শিল্প-কল কারখানা ধসে পড়বে।
জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, রাশিয়ার ওপর ইতিমধ্যেই যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলোর প্রভাব জার্মানির সাধারণ মানুষের ওপর পড়েছে। তার নিজ দেশের মানুষদেরই এসব নিষেধাজ্ঞার মূল্য দিতে হচ্ছে।
সূত্র: বিবিসি