বার্ডে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা
Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM
গতকাল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায়র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ জিয়াউল হাসান, এনডিসি। কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) মোঃ অধ্যাপক ড. এ. এস. এম মাসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. হাফিজ মোঃ হাসান বাবু এবং বার্ডের অতিরিক্ত মহাপরিচালক জনাব মোঃ সফিকুল ইসলাম।
উক্ত কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতি গঠনমূলক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বার্ডের অনুষদবর্গ ও অন্যান্য কর্মকর্তাসহ ১৫০জন অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ জিয়াউল হাসান, এনডিসি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান বাস্তবতা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশকে ভিত্তি করে এখন আমরা উদ্ভাবনী বাংলাদেশের বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। চতুর্থ শিল্প বিপ্লবের উদ্ভাবনী ধারনা বাস্তবায়নের জন্য কর্মশালা আয়োজনের জন্য তিনি বার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) মোঃ অধ্যাপক ড. এ. এস. এম মাসুদ কামাল। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন।
উক্ত কর্মশালায় কর্মশালা পরিচালক-এর দায়িত্ব পালন করেন বার্ড যুগ্ম পরিচালক ড. শেখ মাসুদুর রহমান, এবং সহযোগী কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করেন বার্ড উপ পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ। কর্মশালা সমন্বয়কের দায়িত্ব পালন করেন পরিচালক (প্রশিক্ষণ) বার্ড আব্দুল্লাহ আল মামুন।