ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনা পৌরসভার সরবরাহ পানির ট্যারিফ নির্ধারণে সভা
Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌরসভা কর্তৃক পৌর নাগরিকদের সুপেয় ও নিরাপদ পানি বিতরণে ট্যারিফ নির্ধারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেয়র, কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী, সচিব, সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী, ওয়াটার সুপার, হিসাবরক্ষক, হিসাব সহকারী ক্যাশিয়ার, এবং পানি সরবরাহ ও স্যানিটেশন শাখায় কর্মরত কর্মচারীগণ অংশগ্রহণে গতকাল বুধবার দুপুরে পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জিওবি, আইডিএ (বিশ^ব্যাংক) ও এআইআইবির অর্থায়নে ও টেকনিক্যাল সাপোর্টের সহযোগিতায় ও জনস্বাস্থ্য প্রকৌশলের বাস্তবায়নে হোমনা পৌরসভা এ সভার আয়োজন করেন।
সভায় সাধারণ, নিম্ন আয়ের গ্রাহক ও বাণিজ্যিক গ্রাহক এই তিনটি ক্যাটাগরিতে পানির সম্ভাব্য দর নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ গ্রাহকদের প্রতিদিন এক হাজার লিটার পানির জন্য ভ্যাট ও অন্যান্য চার্জ ব্যতিত মাসিক ন্যূনতম ২৮৮ টাকা, নিম্ন আয়ের গ্রাহকদে জন্য ৪৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদে জন্য ৪৩১ টাকা সম্ভাব্য দর নির্ধারণ করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হতে আরও পর্যালোচনা ও সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও  সভায় পানির উৎপাদন খরচ, পরিচালন ব্যয়, গ্রাহক সংখ্যা, পানির মাসিক বিল, ন্যূনতম বিল এবং সরবরাহ লাইনের বিস্তৃতি নিয়ে বিশদ আলোচনা হয়।
পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম সফু, বিএমডব্ল্যুর টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোদাসাসারুল হক জামান প্রমুখ।