Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM, Update: 24.03.2022 1:29:39 AM
প্রতিনিধি
কুমিল্লা উত্তরঃ কুমিল্লার তিতাস উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বেকারি
পরিচালনা করায় এবং মেয়াদোত্তীর্ণ ময়দা পণ্য সামগ্রী তৈরি করায় নগদ ৫০হাজার
টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ৬৫০ কেজি ময়দা জব্দ করেছে ভ্রাম্যমাণ
আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুরে তিতাস বেকারিকে এই জরিমানা করেন এবং মেয়াদোত্তীর্ণ ৬৫০ কেজি মেয়দা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত
পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম
আবু নওশাদ। এসময় অভিযানে সাথে ছিলেন কুমিল্লা অঞ্চলের বিএসটিআইয়ের
পরিদর্শক তারেক রহমান ও তিতাস থানা উপপরিদর্শক (এস আই) পুষন সাহা ও তার
সঙ্গীয় ফোর্স। সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ বলেন জনস্বার্থে
ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।