ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যানজট নিরসনে গৌরীপুর বাজারে অবৈধ দোকানপাট অপসারণ
Published : Thursday, 24 March, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
গৌরীপুর -হোমনা সড়কের গৌরীপুর বাজারের অংশে রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানপাট অপসারণ করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। অভিযান চলাকালে ভাসমান দোকানপাট অপসারণের নেতৃত্ব দেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবাল।
এসময় সাথে ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার। অপসারণ কাজে দাউদকান্দি মডেল থানা পুলিশ এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ সহযোগিতা করেন।
জানা যায়, গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর বাজারের অংশে রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ভাসমান দোকানের কারনে এই স্থানে নিত্যদিন যানজট লেগেই থাকে। এ যানজটের কারণে প্রতিনিয়ত'ই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী, সড়ক দিয়ে চলাচলকারি যাত্রী ও বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাগণ। যত্রতত্রে সড়কের দু'পাশে গড়ে ওঠা এই সকল দোকান পাটের জন্য রাস্তার দু'পাশ দিয়ে যাত্রীদের চলাচলের স্থান না থাকায় চরম ভোগান্তি পরতে হয় পথচারীদের। তাই এই ভাসমান দোকান অপসারণের উদ্যোগ গ্রহণ করেন পুলিশ।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর বাজারের অংশে যে যানজট প্রতিনিয়ত লেগে থাকে তার পিছনে প্রধান কারণ সড়কের দুই পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ ফুটপাতের দোকান। এর ফলে প্রতিদিন ওই সড়কে যানজট লেগেই থাকে। মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে যানজট নিরসনে অবৈধ ভাসমান দোকানপাট অপসারণ করা হয়েছে।