ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরিস জনসনকে যে আখ্যা দিল রাশিয়া
Published : Thursday, 24 March, 2022 at 8:33 PM
বরিস জনসনকে যে আখ্যা দিল রাশিয়াব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বর্তমান সময়ে সবচেয়ে বড় রাশিয়া বিরোধী নেতা হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। 

রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে তিনি বর্তমানে যেভাবে রাশিয়া বিরোধী কর্মকান্ড চালাচ্ছেন তাতে করে যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। 

মঙ্গলবার রুশ গণমাধ্যম আরআইএ নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাতকারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ হুশিয়ারি দেন। 

বরিস জনসনের ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া বিরোধী হওয়ার যে কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বরিস জনসন। এ বিষয়টি পররাষ্ট্রনীতির পতন ঘটাবে। 

এদিকে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে জরুরী বৈঠকে বসেন ন্যাটো দেশগুলোর প্রধানরা। 

এই বৈঠকে যোগ দেওয়ার আগে বরিস জনসন অভিযোগ করেন, ইউক্রেনে হামলা করে পুতিন সব সীমা ছাড়িয়ে গেছেন। 

তিনি অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান, ইউক্রেনে আরও অস্ত্র পাঠাতে, রাশিয়াকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলতে ব্যবস্থা নিতে।

তাছাড়া বরিস জনসন রাশিয়ার যে স্বর্ণের মজুদ আছে সেগুলোকের লক্ষ্য করে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 

সূত্র: দ্য গার্ডিয়ান