ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রমজানে প্রাথমিকের ক্লাস চলবে যেভাবে
Published : Thursday, 24 March, 2022 at 8:40 PM
রমজানে প্রাথমিকের ক্লাস চলবে যেভাবে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সময়সূচি নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করেছে।

 
এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।  

পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে রুটিন ও পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লিখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।  

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে।  

প্রধানশিক্ষকগণ প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।  

শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাসমূহ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

প্রাথমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই), উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা পাঠানো হয়েছে।