আইপিএল শুরুর আগে নেতৃত্ব পরিবর্তনের বড় ঘোষণা দিলো চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মহেন্দ্র সিং ধোনি দলটির নেতৃত্বভার তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী নিলামের সময় বেশি দামে বিক্রি হয়েছিলেন ধোনি। তার পর থেকে যে কয়টি মৌসুম চেন্নাই খেলেছে, সবকটিতেই তিনি অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বে ২০৪টি আইপিএল ম্যাচে রেকর্ড ১২১টি জিতেছে সিএসকে। শিরোপা জিতেছে চারবার-২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১। পাঁচবার রানার্স আপ হওয়ারও কৃতিত্ব আছে। এই সময়ে চেন্নাইয়ের উত্থান-পতনের সমার্থক ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। ২০১৫ সালে তো ফিক্সিংয়ে সম্পৃক্ততা থাকার দায়ে কয়েক বছরের নিষেধাজ্ঞাও পায় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালে চেন্নাইয়ের প্রত্যাবর্তন মৌসুমে ধোনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই সময় ৭৫.৮৩ গড় ও ১৫০.৬৬ স্ট্রাইক রেটে ৪৫৫ রান করেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন বলেছেন, ‘এই নেতৃত্ব পরিবর্তনের কথা ধোনি-ই ভাবছিল। তার মনে হয়েছে জাদেজার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়।’ চেন্নাই আরও বলেছে, এই মৌসুম এবং তার পরও ধোনি ফ্র্যাঞ্চাইজিটিকে প্রনিধিত্ব করবেন।