সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানের লক্ষ্য ৩৫১
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
স্বাগতিক
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের
চতুর্থ দিন চলছে আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই
টেস্টে আজ ৩ উইকেটে ২২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অজিরা। ফলে
প্রথম ইনিংসে ১২৩ রানে পিছিয়ে থাকা পাকিস্তানের এই টেস্ট জিততে করতে হবে
৩৫১ রান।
বিনা উইকেটে ১১ রান নিয়ে আজকের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।
আগের
দিনের অপরাজিত দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার দারুণ খেলতে থাকেন,
উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৯৬ রান। ব্যক্তিগত ৫১ রানে শাহীন শাহ আফ্রিদির
বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। এরপর দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশানেকে নিয়ে
৬৫ রানের জুটি গড়েন খাজা। ব্যক্তিগত ৩৬ রানে বিদায় নেন লাবুশানেও।
সুবিধা
করতে পারেননি স্টিভ স্মিথ। ১৭ রান করে নোমান আলীর শিকার হন তিনি। তবে অটল
থাকেন খাজা, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ শতক। অস্ট্রেলিয়ার স্কোর
যখন ৩ উইকেটে ২২৭, তখনই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক প্যাট
কামিন্স। খাজা ১৭৮ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। ট্রাভিস হেড অপরাজিত থাকেন
১১ রানে।
এরই মধ্যে রান তাড়া করতে নেমে গেছে পাকিস্তান। প্রতিবেদন লেখার
সময় তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। আব্দুল্লাহ শফিক ৪ ও ইমাম-উল-হক ৩
রানে ব্যাট করছেন। চতুর্থ ইনিংসে পাকিস্তান কমপক্ষে ১২১ ওভার ব্যাটিং করার
সুযোগ পাবে। উল্লেখ্য যে, দুদলের মধ্যকার প্রথম দুই টেস্টই ড্র হয়েছে। তাই
এই টেস্টে বিজয়ীদের হাতেই উঠবে ‘বেনো-কাদির ট্রফি’।