জাদেজার কাঁধে নেতৃত্ব তুলে দিলেন ধোনি
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
ক্যাপ্টেন
কুল মাহেন্দ্র সিং ধোনি ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপ
এনে দিয়েছেন। জিতিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও। আন্তর্জাতিক ক্রিকেটে
নিজেকে সর্বকালের সেরা ক্যাপ্টেনদের তালিকায় নিয়ে গেছেন।
বয়স, ফর্ম,
ফিটনেস সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ধোনি এখনও খেলে যাচ্ছেন আইপিএলে। শিরোপা ও
ফাইনাল খেলার বিচারে আইপিএলের সেরা দল চেন্নাই। সর্বশেষ মৌসুমেও
চ্যাম্পিয়ন হয়েছে বুড়োদের চেন্নাই। এবার ওই দলের নেতৃত্ব ছেড়ে দিলেন এমএস।
নেতৃত্বভার
তুলে দিয়েছেন দীর্ঘদিন আইপিএলে একসঙ্গে খেলা রবিন্দ্র জাদেজার কাঁধে।
এবারের আসরে তাই ধোনি খেলবেন জাদেজার অধীনে। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি
দিয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
সিএসকে বিবৃতিতে বলেছে, ‘এমএস
ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এবং নেতৃত্বভার রবিন্দ্র
জাদেজার কাঁধে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১২ সাল থেকে চেন্নাইতে
খেলা জাদেজা তৃতীয় অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। ধোনি খেলবেন তার
অধীনে।’
২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে সর্বোচ্চ অর্থ দিয়ে নিলামে
ধোনিকে দলে ভেড়ায় চেন্নাই। সেই থেকে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার অধীনে
চেন্নাই ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ মৌসুমে শিরোপা জিতেছে। ২০০৮, ২০১২, ২০১৫ ও
২০১৯ মৌসুমে রানার্স আপ হয়েছে। ধোনি ছাড়া সুরেশ রায়না চ্যাম্পিয়নস লিগ
টি-২০তে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন।