পদ্মা সেতুর পিচ ঢালাই ৫৭ শতাংশ সম্পন্ন
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
স্বপ্নের পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ পর্যন্ত পিচ ঢালাই কাজের ৫৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ খবর নিশ্চিত করেন।
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘মূল সেতুর কাজ প্রায় সাড়ে তিন ভাগ বাকি আছে। মূল সেতুর পিচ ঢালাই কাজের পাশাপাশি এখন ভায়াডাক্টের পিচ ঢালাই, রোড মার্কিং, সাইন সিগন্যাল, ল্যাম্পপোস্ট স্থাপন, গ্যাস লাইনের কিছু পরীক্ষা-নিরীক্ষা, অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন, রেল লাইনের পাশের ওয়াকওয়েসহ নানা কাজ চলছে। আশা করছি আগামী জুন মাসের মধ্যে সেতুর কাজ শতভাগ শেষ হবে।’
এদিকে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের অধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালীসহ অন্যান্য জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য সেতুর পূর্ব পাশে দুই কিলোমিটার ভাটিতে পিলার স্থাপন করা হচ্ছে।
এ বিষয়ে দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘এই ৪০০ কেভির বিদ্যুত লাইনের কাজ সম্পন্ন না হওয়ার কারণে পদ্মা সেতুর উদ্বোধন থেমে থাকবে না। এ পর্যন্ত এ কাজের ৭৭ ভাগ সম্পন্ন হয়েছে। তবে, মূল সেতুর কাজ জুনের মধ্যে শেষ হলে উদ্বোধন করা হবে। তবে, উদ্বোধনের দিন-ক্ষণ এখনও ঠিক করা হয়নি।’
প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। সেতুর উপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।