দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হচ্ছে--আইসিটি সচিব
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সাথে সাথে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হচ্ছে। এক সময় ব্লাক বোর্ডে লিখে শিক্ষকরা ক্লাস নিতেন, আজ প্রযুক্তিগত বিকাশের কারণে ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছেন। আউটসোর্সিংয়ে যুবকরা স্বাবলম্বী হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ওই বক্তব্য তুলে ধরেন।
জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং উক্ত কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন নবী তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, জাফরগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদুর ইসলাম, সাবেক চেয়রম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য তপন চন্দ্র সাহা, জসিম উদ্দিন, রোমান সরকার, এলাহাবাদ কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মজিবুর রহমান। অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।