ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোজ্যতেল তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার; দাউদকান্দিতে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড
Published : Friday, 25 March, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ছান্দ্রা গ্রামে অবস্থিত "আবির কঞ্জুমার ফুড প্রডাক্ট " নামক টিচার সয়াবিন তৈলের গোডাউনে অভিযান চালিয়ে মোঃ রকিব উদ্দিনকে ৩ লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এই ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা জানান, দীর্ঘদিন যাবৎ এই আবির কঞ্জুমার ফুড প্রডাক্ট নামক প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের সাথে ব্যবসায় পরিচালনা করে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রতিটি বাজারজাত করনের প্লাস্টিকের বোতল ও টিনের লিটার ওজন করে লিটার প্রতি ১০০ গ্রাম করে কম পাই। এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি ২০ টাকা বেশি লেখা বোতলে লাগানো এবং তৈরিকৃত ২০ হাজার খালি বোতলের লেবেল জব্দ করা হয়েছে। একই সাথে সয়াবিন এবং পানির সাথে মিশিয়ে তৈল বানানো এমন ২০ কেজি ক্যমিক্যাল উদ্ধার করা হয়।
তিনি বলেন,এই প্রতিষ্ঠানে আগামী মাহে রমযানকে উদ্দেশ্য করে বিভিন্ন আইটেমের ট্যাংক, সস্,ক্যমিক্যালের মিশ্রণে তৈরি করা হয়েছে এমন সকল পণ্য জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক মোঃ রকিব উদ্দিনকে নগদ ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।