Published : Friday, 25 March, 2022 at 12:00 AM, Update: 25.03.2022 1:14:52 AM
নিজস্ব
প্রতিবেদক: কলকাতাকে ১২৯ রানে হারিয়েছে কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া
ট্যালেন্ট হান্ট একাডেমির দেয়া ১৯২ রানের বিশাল স্কোর তাড়া করতে গিয়ে
পাত্তাই পায় নি কলকাতা ক্রিকেট একাডেমি। কুমিল্লা পল্লী উন্নয়ন
একাডেমি-বার্ড খেলার মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আয়োজনে ভিক্টোরিয়ান্স
সিরিজ-২০২২ এর এক মাত্র টি-টুয়েন্টি ম্যাচে বিশাল জয় পেয়েছে কুমিল্লার
ছেলেরা। ম্যান অব দ্যা ম্যাচও হয়েছেন কুমিল্লার আবু বকর। সে একাই করেছেন ৬৭
রান।
ম্যাচ শেষে ভারতের কলকাতা ক্রিকেট একাডেমির অধিনায়ক সৃজিত
ব্যানার্জী জানান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির বোলিং
এবং ফিল্ডিংয়ের কাছেই ধরাশায়ী হয়েছেন তারা। তবে বাকি যে তিনটি ওয়ান ডে
ম্যাচ রয়েছে, সেগুলোতে ভালো কিছু করার প্রত্যয় আছে তার দলের।
যদিও তিনি
ট্রফি উন্মোচনের সময় সাংবাদিকদের বলেছিলেন, জয়ের জন্যই তারা খেলতে এসেছেন।
তবে সৃজিত আরো বলেছিলেন- তারা শিখতে চান কুমিল্লার খেলোয়াড়দের কাছে।
জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা
ভিক্টোরিয়ান্স কলকাতা ক্রিকেট একাডেমির সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সাথে একটি টি-টুয়েন্টি এবং তিন টি ওয়ান
ডে ম্যাচের আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
গতকাল সকালে বার্ডের
খেলার মাঠে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমিকে
ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় কলকাতা ক্রিকেট একাডেমি। শুরু থেকেই কলকাতার
বোলারদের উপর চড়াও হয় কুমিল্লার ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে
১৯২ রানে গিয়ে থামে কুমিল্লার দলটি। প্রতি ওভারে গড়ে ৯ রানের বেশি রান
সংগ্রহ করতে গিয়ে শুরুতেই চাপে পড়ে কলকাতা প্রথম ওভারেই উইকেট হারায় তারা।
এরপর ধারাবাহিক ভাবেই একে একে উইকেট পড়তে থাকে কলকাতার। ভিক্টোরিয়ান্সের
স্পিন যাদুতে ১৭ ওভারেই মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায় কলকাতা ক্রিকেট
একাডেমি।
ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কারটি কুমিল্লা
ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির আবু বকরের হাতে তুলে দেন সাবেক
ক্রিকেটার রফিুকুল ইসলাম সোহেল, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম
হৃদয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির কোচ আতিকুর রহমান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জহির শান্ত।
ম্যাচ
শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির অধিনায়ক তানভীর
আহমেদ বলেন, কুমিল্লার ছেলেদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ের অলরাউন্ড
নৈপুণ্যের কারনে কলকাতার সাথে এমন বিশাল জয় পেয়েছে। ওয়ান ডে ম্যাচ গুলোতেও
জয়ের প্রত্যাশা নিয়ে খেলবে তারা।