ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান
Published : Saturday, 26 March, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকাল ১১ টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে দেবীদ্বার উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মাঃ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাঃ মোকতল হোসেন এর নাম ঘোষনা করেন প্রধান অতিথি রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আবদুল মোমেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজান আলম সাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুজ্জামান মাস্টার, আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলে উদ্দিন মাষ্টার, মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আলহাজ্ব আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আলী আকবর, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকতল হোসেন, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, এলাহাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দত্ত, বারুর আলীহোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, মরিচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, কুরছাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুপ কুমকর বনিক, রাজামেহার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসারফ হোসেন, জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকবল হোসেন আখন্দ, ও আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ সহ আরো অনেকে।
আলোচকরা বক্তব্যে বলেন, শিক্ষকদের পেটে ক্ষুদা রেখে সোনার বাংলা গড়ার মানুষ তৈরি করা সম্ভব না। একজন শিক্ষকের মৃত্যুর পর কল্যান ফান্ড ও অবসর ভাতা যথা সময়ে পাওয়া যায়না। প্রতি মাসে শিক্ষকদের ব্যাংক হিসাবে যে ভাবে বেতন দেওয়া হয়, সেই নিয়মে ভাতা গুলো যথা সময়ে প্রদান করলে মানুষ তৈরি করার কারীগর নামক বে-সরকারী শিক্ষকদের কষ্টগুলো কমে আসবে। এছাড়াও শিক্ষকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে এবং  শিক্ষার গগুনগত মান উন্নয়নে জাতীয় স্বার্থে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ স্বাধীনতা শিক্ষক পরিষদের ৮ দফা দাবী বাস্থবায়নে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
উক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে দেবীদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির প থেকে ৫ জন প্রধান শিক্ষক ও ১৫ জন  সহকারী শিক্ষক -কর্মচারীদের মাঝে ৫লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।