ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হবিগঞ্জে ভোজ্যপণ্যের গুদামে আগুন লেগে ‘কোটি টাকার’ ক্ষতি
Published : Saturday, 26 March, 2022 at 12:00 AM
হবিগঞ্জ পৌর এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে একটি ভোজ্যপণ্যের গুদাম মালপত্রসহ পুড়ে গেছে; যাতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি।
পৌরসভার উমেদনগর শিল্প এলাকায় শুক্রবার ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান।
আগুনে ক্ষতিগ্রস্ত ‘মেসার্স খোয়াই কর্ণারের’ মালিক শেখ মনিরুজ্জামান বলেন, তার ওই গুদামে বিভিন্ন কোম্পানির তেল, বিস্কুট, চানাচুরসহ নানান ধরনের মালপত্র ছিল।
“ভোরে গুদামের পেছন দিকে হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। তীব্র বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গুদামের  সব মাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার কোটি টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আগুনের কারণ বলতে পারেননি।
তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা শিমুল মো. রফি বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তদন্তের পর ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।”