ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবি ছাত্রলীগের গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
Published : Saturday, 26 March, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন ও পরে রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে আমরা কুবি শাখা ছাত্রলীগ ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে ১ মিনিট নিরবতা পালন করেছি। ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালীদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে শহিদদের স্মরণে এ আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইন, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ শাখাছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।