ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় চারুকলা প্রর্দশনী সমাপ্ত  স্মারক পেলেন আট শিল্পী
Published : Saturday, 26 March, 2022 at 12:00 AM
কুমিল্লায় চারুকলা প্রর্দশনী সমাপ্ত  স্মারক পেলেন আট শিল্পীনিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২য় কুমিল্লা চারুকলা প্রর্দশনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলী একাডেমী মিলনায়তনের আট দিনব্যাপি অনুষ্ঠিত চারুকলা প্রর্দশনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের উপদেষ্ঠা শিল্পী উত্তম গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, শিল্পী আইনুল হক মুন্না।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ। শুভেচ্ছা কথা বলেন পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদের সভাপতি চন্দন দেব রায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে তেল রঙ, পেন্সিল রঙ, পানি রঙ, ভাষ্কযসহ বিভিন্ন ভাগে নয়ন কুমার অধিকারী, মাসুদ পারভেজ, শাকের আহমদ, তানজিরুল ইসলাম সাগর, সামিউল আলম, অনিক বনিক, সামিয়া সানজিদা,নুহ খন্দকারসহ আটজনকে সেরা পুরুষ্কারের স্মারক প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী ও পথিকৃৎ কুমিল্লা চারু শিল্পী পরিষদ এর আয়োজনে প্রর্দশনীতে ৭১ শিল্পীর চিত্র প্রর্দশিত হয়।