ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা
Published : Sunday, 3 April, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ লালমাই শাখার শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা শুক্রবার বিকালে আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু চন্দন রায় বলেন- মহান স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছে। আপনি-আমি সকলে এদেশে জন্ম গ্রহণ করেছি। এদেশ আমাদের। তাই আমাদের নেই কোন ভেদাভেদ। আমরা সকলে বাঙালি ও বাংলাদেশী হিসেবে বিশ্বের দরবারে পরিচিত। তাই আমি বলবো যার যার অবস্থান থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মানিক মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু মধু সুদন বিশ্বাস, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক অধ্যক্ষ অমৃত লাল দত্ত।
পরিচিত সভা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু চন্দন রায়। বিশেষ অতিথি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাবু তাপস বকশী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু মধু সুদন বিশ্বাস, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক অধ্যক্ষ অমৃত লাল দত্ত।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, পূজা উদযাপন পরিষদ লালমাই শাখার সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, ঐক্য পরিষদের  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সহ-সভাপতি রতন দে, চন্দন মজুমদার, পুজা উদযাপন পরিষদ লালমাই শাখার সাধারণ সম্পাদক পুলিন ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস, মহিলা সম্পাদিকা বিউটি রানী সিংহ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় শর্মা, দপ্তর সম্পাদক অনিল সূত্রধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিদ্র দাস, শম্ভু রায়, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন সিংহ, বীর মুক্তিযোদ্ধা জ্যোধিষ্ঠীর সিংহ, কিরণ রায়, পেরুল উত্তর ইউনিয়ন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ মেম্বার, অজয় কুমার সিংহ, পরিমল সূত্রধর, প্রদীপ চক্রবর্তী বাকই উত্তর ইউনিয়ন সভাপতি গোপাল কৃষ্ণ দত্ত, সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া রিংকু, তমাল বণিক প্রমুখ।