শ্রীলঙ্কায় খাবার ও জ্বালানি সঙ্কট নিয়ে বিক্ষোভের জেরে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে দেশটির সরকার। পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইটগুলোও ব্যবহার করতে পারছে না দেশটির নাগরিকরা। শনিবার সন্ধ্যা থেকে কারফিউ শুরু হয়েছে।
লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ রাস্তায়, পার্ক, টেন, সমুদ্রসৈকতে যেতে পারবে না।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইট ব্লক করে রাখা হয়েছে। হোয়াটস অ্যাপ ব্যবহারেও সমস্যায় পড়ছেন শ্রীলঙ্কার ব্যবহারকারীরা।
নতুন করে যাতে বিক্ষোভ না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে কারফিউ জারি করা হয়েছে।
সূত্র : বিবিসি