নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ফাইনালে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার এলিসা হিলি। ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
হিলির ইনিংসে কোনো ছক্কা ছিল না, ছিল ২৬টি চার।
তাঁর ওপেনিং পার্টনার র্যাচেল হায়নেসও খেলেছেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন এলিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।
হিলির এই ইনিংসটি নারী-পুরুষ মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০৭ সালে পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন ১৪৯ রান।