পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আজ রবিবার অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। এর কয়েক ঘণ্টা আগে ইমরান খানের সরকার জানিয়েছে, পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে তারা। তবে পদত্যাগের কারণ জানা যায়নি।
ইমরান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসাইন আজ রবিবার জানিয়েছে, নতুন গভর্নরের নাম পরে ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী, ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পালন করবেন।
ব্রিটিশ সংসদের সাবেক সদস্য সারওয়ার সেখানের রাজনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়ে পাকিস্তানে এসে নওয়াজ শরীফের দলে যোগ দিয়ে পাঞ্জাবের গভর্নর হন। ২০১৫ সালে ইমরানের দলে যোগ দিয়ে ফের পাঞ্জাবের গভর্নর হয়েছিলেন ২০১৮ সালে।
সূত্র : ডন