Published : Monday, 11 April, 2022 at 12:00 AM, Update: 11.04.2022 12:45:06 AM
এবিএম আতিকুর রহমান বাশার ||
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত হয়েছে নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবিবার বেলা ১১ টায় সারাদেশে একযোগে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সরাসরি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় রাজারবাগ পুলিশ লাইন থেকে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।
পরে চট্রগ্রাম বিভাগীয় পুলিশ কার্যালয়ের পক্ষ থেকে দেয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ওই ঘর উদ্বোধনী কার্যক্রম শেষে, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের হতদরিদ্র গৃহহীন সাহিদা বেগম নিকট ঘরের চাবি হস্তান্তর করেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। সাহিদা বেগমের ৭ কন্যা ও ২ পুত্রের সংসার। সাহিদার স্বামী গুনাইঘর গ্রামের হাফেজ মোঃ জালাল উদ্দিন মানষিক ভারসাম্যহীন হওয়ায় দির্ঘদিন নিখোঁজ রয়েছে। পরে সাহিদা তার পিত্রালয়ে আশ্রয় নেন। পিতার জায়গায় পুলিশ বাহিনীর পক্ষ থেকে ঘর পেয়ে এখন মাথাগুঁজার ঠাঁই নিশ্চিত হওয়ায় পরিবারের সবাই আনন্দিত।
এসময় দেবীদ্বার থানা কনফারেন্স রুম থেকে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ তদন্ত কর্মকর্তা মোঃ মারুফ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন'র চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরীন সুলতানা, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকারিয়া, গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকবুল হোসেন মুকুল, সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, ভানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলম স্বর্ণকার, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মহিলা ও প্রতিবন্ধী সেব্রাহনকারীসহ থানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।