ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় অবাধে ফসলী মাঠের টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়
ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM, Update: 11.04.2022 12:46:17 AM
চান্দিনায় অবাধে ফসলী মাঠের টপ সয়েল যাচ্ছে ইট ভাটায় রণবীর ঘোষ কিংকর:কুমিল্লার চান্দিনায় অবাধে ফসলী মাঠের টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় ইটভাটা গুলোতে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার বিভিন্ন স্থান থেকে ফসলী জমির মাটি কাটার যেন মহোৎসব চলছে। এতে একদিকে নষ্ট হচ্ছে ফসলী জমি অপর দিকে নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট।
কোথাও কোদাল দিয়ে মাটি কাটা আবার কোথাও এক্সিভেটর (ভেকু) দিয়ে কেটে নেওয়া হচ্ছে ফসলী জমির উর্বর মাটি। আবার ড্রেজিং-এ মাটি কাটাও যেন থেমে নেই। ট্রাক্টর যোগে ইটভাটায় মাটি পরিবহনের ফলে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটগুলোতে ধুলোবালিতে একাকার। বিশেষ করে উপজেলার মাইজখার ইউনিয়নে এর প্রভাব অনেক বেশি।
সম্প্রতি এলাকার এসব পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন।
উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া এলাকার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সুমন তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, মাইজখার ইউনিয়নের মনারটং বাজার থেকে ভোমরকান্দি রোডে আসলে গ্রামের নির্মল বাজারের ধুলা বালুতে সয়লাভ। ২/১ জন অসৎ মাটি খেকোর অত্যাচারে জনজীবন আজ দুর্বিসহ। দিনরাত অবৈধ ট্রাক্টেরের মাটি পরিবহনে একদিকে শব্দ দূষণ ও ধুলাবালি, অপরদিকে নষ্ট হচ্ছে কোটি টাকায় নির্মিত পাকা সড়ক। রাস্তার পাশের জরিগুলোর মাটি বিক্রি করে মৎস্য প্রজেক্ট করছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা সড়ককে মৎস্য প্রজেক্টের পাড় হিসেবে ব্যবহার করছে। এসব বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে, রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামে অবৈধ ভাবে ভেকু দিয়ে ফসলী জমির টপ সয়েল কেটে নেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবৈধ ভাবে ফসলী মাঠের মাটি কেটে নেওয়ার অপরাধে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।