ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনের রেলস্টেশনে হামলা: নিহত বেড়ে ৫৭
Published : Monday, 11 April, 2022 at 12:21 PM
ইউক্রেনের রেলস্টেশনে হামলা: নিহত বেড়ে ৫৭রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে আঞ্চলিক গভর্নরের বরাতে বিবিসি জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলায় এ পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন।

খবরে বলা হয়, ক্রামাতোর্স্ক শহরের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৭ হয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, এ হামলায় আরও ১০৯ জন আহত হয়েছেন।

তিনি বলেন, যাদের আঘাত গুরুতর নয় তাদের চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে নিরাপদ অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এমন সময় এ রেলস্টেশনে হামলার ঘটনা ঘটে যখন হাজারো নারী ও শিশু পশ্চিমাঞ্চলের তুলনামূলক নিরাপদ এলাকায় যাওয়ার অপেক্ষায় ছিল।

প্রসঙ্গত, রাশিয়া এ হামলার দায় অস্বীকার করেছে। উল্টো মস্কোর দাবি, এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের।