ইমরান খানের ঘনিষ্ট হিসেবেই বেশ পরিচিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা। সাবেক এই অধিনায়ক এবং ধারাভাষ্যকার গত বছর বিনা প্রতিদ্বন্দ্বীতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন।
তবে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোর ফলে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে দাঁড়াবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, রমিজের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নাজম শেঠিকে আবারও দেখা যেতে পারে বলে খবর জানাচ্ছে পাকিস্তানি মিডিয়াগুলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা পদত্যাগ করতে যাচ্ছেন। বোর্ডের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন নাজাম শেঠি। পাকিস্তানের সংবাদ মাধ্যম এমনই দাবি করেছে।
ইমরান খানের সঙ্গে রমিজ রাজার ঠিক বন্ধুত্ব নয়, বড় ভাইয়ের সম্পর্ক। দু’জনের বয়সেরও ব্যবধান প্রায় ১০ বছরের বেশি। যদিও ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ে সতীর্থ ছিলে দু’জন। ওই সময়ের পর থেকে রমিজ রাজা ইমরান খানকে নিজের অধিনায়ক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারই পুরস্কারস্বরূপ ২০২১ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
গত শনিবার মধ্যরাতে ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারান তিনি। ঠিক ওই সময় রমিজ রাজা আইসিসির বোর্ড মিটিংয়ে যোগ দেয়ার জন্য অবস্থান করছিলেন দুবাইতে। পাকিস্তানি মিডিয়া বলছে, দুবাই থেকে ফেরার পরই পদত্যাগ পত্র জমা দেবেন রমিজ রাজা।
ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন (সম্ভাব্য) মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। তার সঙ্গে আবার ৭৩ বছর বয়সী সাংবাদিক ও ব্যবসায়ী নাজাম শেঠির সম্পর্ক ভালো হওয়ায় তিনিই পূনরায় পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার সময় নাজম শেঠি ছিলেন পিসিবি চেয়ারম্যান। ক্ষমতায় আসার পর নাজম শেঠিকে সরিয়ে এহসান মানিকে পিসিবির চেয়ারম্যান পদে বসান ইমরান।
পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিকেট বোর্ডের ক্ষমতায়ও পালাবদল ঘটে, এটা ঐতিহাসিক সত্য। এবারও যে সেই পালবদল ঘটতে যাচ্ছে, তা অবশ্যম্ভাবী। রমিজ রাজার ঘনিষ্ট সূত্র পাকিস্তানি মিডিয়াকে জানিয়েছে, তিনি দ্রুতই পদত্যাগ করবেন।
শাহবাজ শরীফের সঙ্গে সম্পর্ক ভালো তাকায়, নতুন মেয়াদে নাজম শেঠি দায়িত্ব নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। পিএসএল নিয়ে তার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল, সেটা বাস্তবায়ন করতে পারেননি। নিজের কাছের কিছু লোক নিয়ে এবার সেগুলো বাস্তবায়ন করতে চান তিনি।
ক্ষমতাবলে পিসিবি’র চিফ অব প্যাট্রনের দায়িত্ব পালন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। নিজের সেই ক্ষমতা দিয়েই রমিজকে চেয়ারম্যান পদে বসিয়েছিলেন ইমরান। নতুন প্রধানমন্ত্রী এসে ওই ক্ষমতাবলে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন।
পিসিবি’র চেয়ারম্যান হয়ে স্বল্প সময়ের মধ্যে বেশ সফলতা দেখিয়েছেন রমিজ রাজা। দীর্ঘ ২৪ বছর পর তিনি অস্ট্রেলিয়াকে পাকিস্তান সফরে আনতে পেরেছিলেন। এটা তার বড় কৃতিত্ব। এছাড়া ভারতের সঙ্গে পাকিস্তানের খেলার বিষয়েও তার উল্লেখযোগ্য অগ্রগতি ছিল। সময় পেলে হয়তো এ ক্ষেত্রেও তিনি সফল হতে পারতেন।