ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফ্রান্সের কোম্পানির বিরুদ্ধে মামলায় জয় পেল ইরান
Published : Monday, 11 April, 2022 at 9:36 PM
ফ্রান্সের কোম্পানির বিরুদ্ধে মামলায় জয় পেল ইরানফ্রান্সের একটি কোম্পানির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জয় পেয়েছে ইরান।

ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি জানিয়েছে, আন্তর্জাতিক আদালত ফ্রান্সের কোম্পানি 'সোফরেগায'-এর বিরুদ্ধে যে রায় দিয়েছে তাতে ওই কোম্পানি তেহরানকে ৩ কোটি ৯০ লাখ ইউরো পরিশোধ করতে বাধ্য। খবর-পার্সটুডের।

ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান রেজা নোশদি বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করার পর ফরাসি কোম্পানি 'সোফরেগায' তেহরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে অপারগতা প্রকাশ করে। এর ফলে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ফ্রান্সের ওই কোম্পানি ইরানের কাছে ২ কোটি ৬০ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিল। কিন্তু ইরানের অবস্থানকে সঠিক হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত।

রেজা নোশদি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়েছে-ফরাসি কোম্পানির পদক্ষেপের কারণে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিপূরণ হিসেবে ইরান ওই কোম্পানির কাছে ৩ কোটি ৯০ ইউরো পাবে।