ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিংড়িতে বিষাক্ত জেলি, বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
মাছবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর অপরাধে মো. সাহাব উদ্দিন নামে এক বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন এ জরিমানা করেন।
তিনি জাগো নিউজকে বলেন, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী মাছ বিক্রেতা সাহাব উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জেলি প্রয়োগকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।
আল-আমিন আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সবাই যেন নিয়ম মেনে চলে, আমরা সেটাই চাই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।