Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM, Update: 12.04.2022 12:41:57 AM
এক নতুন ইতিহাসের স্বাক্ষী হল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একটি ঐতিহাসিক মাইলফলক। আজকের দিনটি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। প্রতিষ্ঠার ৫৬ বছর পর আজ প্রথম ইমার্জেন্সি সিজারিয়ান অপারেশনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো এই কার্যক্রমের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাচ্চা ও প্রসূতি মা উভয়ই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান।
স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, স্থানীয় এমপি নাসিমুল আলম চৌধুরীর একনিষ্ঠ সহযোগিতায় ও কুমিল্লার সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এর নির্দেশনা এবং বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান এর তত্ত্বাবধানে গত ০৬ ডিসেম্বর ২০২১ থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের জন্য ওটি চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল রবিবার উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রথম সিজারিয়ান অপারেশন করলেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. শাহনাজ বেগম, এনেসথেসিয়ায় ছিলেন জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. জুলকারনাইন, এসিস্ট করেন ডা. নাওয়াল মুশফিয়াহ (বিদিতা)। পরে নবজাতককে ডা. ইউসুফ রানা পুরোপুরি সুস্থ আছে বলে নিশ্চিত করেন। ওটি ইনচার্জ এসএসএন হাসনা হেনা ও এসএসএন কুলসুম ওটির সার্বিক কাজে সহায়তা করেন। এসময় জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. মাহবুব ইবনে মোমেন খান (জনি) সহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন। ডায়াথারমি মেশিন দিয়ে সহযোগিতা করেন বরুড়া ডক্টরস ফোরামের সম্মানিত চিকিৎসকরা।