ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় প্রাইভেটকারে মিললো ৩ শ’বোতল ফেনসিডিল
র‌্যাবের অভিযানে আটক ৩---
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM, Update: 12.04.2022 12:46:43 AM

কুমিল্লায় প্রাইভেটকারে মিললো ৩ শ’বোতল ফেনসিডিলনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় প্রাইভেটকারে করে ফেনসিডিল পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ শ’ বোতল ফেনসিডিল; জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবদের ভিত্তিতে সোমবার ভোররাতে কুমিল্লা সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারের ভেতরে থানা ৩০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়কে আটক করা হয়।
আটক তিন মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লার বি-পাড়া থানার হরিমঙ্গল গ্রামের মোঃ রানু মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন(২৭), কুমিল্লার বাঙ্গরা থানার বাঙ্গুরা গ্রামের মোঃ ময়নুল ইসলাম জুয়েল (২৬);এবং ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত মোঃ মফিজ আলীর ছেলে মোঃ শরীফ মিয়া(২৬)।  
তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।