ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM, Update: 12.04.2022 12:47:42 AM
লালমাইয়ে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের নাগরিপাড়া খিলপাড়া অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত হাসন আলীকে ১ লক্ষ টাকা জরিমানা করে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার বাগমারা ইউনিয়নের নাগরিপাড়ার খিলপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে ১টি ভেকুর ও তিন ট্রাক্টর মালিককে এই জরিমানা করা হয়।
 মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দির্ঘদিন দরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ও নালা, ডোবায় বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়। মাটি বিক্রির সিন্ডিকেটরা কোন কিছু তোয়াক্কা করেনা। তারা উপজেলার প্রতিটি গ্রামীণ পাকা সড়ক মাটি ও ট্রাকের চাকায় নষ্ট করে দিচ্ছে। কেউ কিছু বললে তারা ভয় ভীতি দেখায় এবং হয়রানি করেন বলে জানান ভুক্তভোগীরা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নাছরীন আক্তার বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন এবং কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ১টি ভেকু ও ৩ ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন মাটি কাটার ব্যাপারে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।