লুহানস্ক অঞ্চলের নভোয়েদারে রাশিয়ার একটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এ সংক্রান্ত নানা ছবি ও একটি ভিডিও যাচাই করে দেখার কথাও জানিয়েছে সিএনএন।
লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই বলেছেন, ইউক্রেনীয় বাহিনী লুহানস্কে রাশিয়ার একটি ‘গোলাবারুদের গুদাম’ ধ্বংস করে দিয়েছে।
রুশপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) পিপলস মিলিশিয়া অফিসার রোমান ইভানভ। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আরআইএ নভোস্তির শেয়ার করা ভিডিওতে অঞ্চলটিতে হামলার কথা স্বীকার করলেও ‘গোলাবারুদের গুদাম’ আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। ভিডিওতে রোমান ইভানভ বলেন, নভোয়েদারে ইউক্রেনের হামলায় ‘রাসায়নিক সারভর্তি একটি গুদামসহ ২০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।’ তবে ইউক্রেনের পক্ষ থেকে আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা অস্বীকার করা হয়েছে।