ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছুরিকাঘাত করে পালানোর সময় ছিনতাইকারীকে গণপিটুনি
Published : Tuesday, 12 April, 2022 at 1:55 PM
ছুরিকাঘাত করে পালানোর সময় ছিনতাইকারীকে গণপিটুনিঢাকার সাভারে এসএ পরিবহনের পার্সেল গাড়ির হেলপারকে ছুরিকাঘাত করে পালানোর সময় মুন্নু (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছেন পথচারীরা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের রউফ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক মুন্নু টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের বদরুল মিয়ার ছেলে। তিনি ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে এসএ পরিবহনের একটি পার্সেলের গাড়ির চালক ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটের সামনে থামিয়ে নামাজের জন্য মসজিদে যান। এ সময় চালকের সহযোগী রাসেলকে গাড়িতেই রেখে যান। পরে পাঁচ/ছয়জনের একদল ছিনতাইকারী সহযোগী রাসেলের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে রাসেল বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় পথচারীরা মুন্নুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে পুলিশ আহত অবস্থায় রাসেলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল বলেন, পালিয়ে যাওয়া বাকি অপরাধীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।