পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে সাঈদ আনোয়ারকেই স্বীকৃতি দিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
বাবর আজমকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক মন্তব্যে কথা প্রসঙ্গে এ কথা জানান তিনি। এতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে এ যুগের ব্র্যাডম্যান-লারার সঙ্গে তুলনা করেন রশিদ লতিফ।
বাবরকে এ যুগের ব্র্যাডম্যান-লারা বললেও রশিদের চোখে পাকিস্তানের ইতিহাসে বাবরের চেয়ে ভালো ব্যাটসম্যানও আছে।
রশিদ লতিফের ভাষায়, ‘আমি সাঈদ আনোয়ারের কথা বলব। ওর মতো ব্যাটসম্যানই হয় না। কোনো সন্দেহ ছাড়াই পাকিস্তান ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। ’
তিনি যোগ করেন, আমি সাঈদ আনোয়ারকে কাছ থেকে দেখেছি, বিশ্বাস করুন, ও আসলেই দুর্দান্ত একজন খেলোয়াড়। ও অনেক অল্প অনুশীলন করত। তাই দুই যুগের খেলোয়াড়দের মধ্যে তুলনা করাটা ঠিক হবে না।
২০১৯ সালেই বাবর আজমকে পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়েছিলেন রশিদ লতিফ। কিন্তু তিন বছর পর বাবর ব্যাটসম্যান হিসেবে আরও নতুন উচ্চতায় উঠেছেন বলে দাবি করেন সাবেক এই উইকেটকিপার।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাবরের প্রশংসা করে রশিদ লতিফ বলেন, আমি এই টুইটটা ২০১৯ সালে করেছিলাম। একবার আমরা ইংল্যান্ড সফরে গিয়েছিলাম, সেখানে এক জায়গায় আমি সব খেলোয়াড়ের নাম লিখেছি, যাদের সঙ্গে আমি খেলেছি। মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার, আনোয়ার, ইনজামাম, ইউসুফ, ইউনুস, সাকলায়েন—কিন্তু বাবর সবার চেয়ে এগিয়ে।
আমি কিন্তু আরও অনেক আগের কথা বলছি। এখনকার কথা চিন্তা করলে ও আরও অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে।
বাবর আজমকে সরাসরি এ যুগের ডন ব্র্যাডম্যান আর ব্রায়ান লারা আখ্যা দিয়ে তিনি বলেন, এখন ৩০ গজ বৃত্তের মধ্যে পাঁচজন ফিল্ডার থাকে, আগে থাকত চারজন। আনোয়ার-ইনজামামদের সময় বৃত্তের বাইরে এখনকার মতো একজন ফিল্ডার কম থাকলে ওরা বোলারদের আস্ত খেয়ে ফেলত। ওরা ওই যুগের সেরা ব্যাটসম্যান ছিল। বাবর এ যুগের ব্র্যাডম্যান-লারা। আমি শুধু এটাই বলতে চাইব।