পাকিস্তানে রাজনৈতিক পরিবর্তন ইসলামাবাদ ও বেইজিংয়ের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে বলে আশ্বস্ত করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই আশ্বাস দিয়েছেন বলে খবর দিয়েছে রেডিও পাকিস্তান।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ঝাও লিজিয়ান বলেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ অব্যাহত রাখবে চীন। তিনি বলেন, ‘আমরা আশা করি পাকিস্তানের সব অংশ ঐক্যবদ্ধ থাকবে এবং যৌথভাবে সামগ্রিক জাতীয় স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষা করবে।’
একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অভিষেক ভাষণে শাহবাজ শরিফ বলেন, কঠিন পরিস্থিতিতেও পাকিস্তানের সহযোগী থেকেছে চীন। তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের বন্ধুত্ব কেউ কেড়ে নিতে পারবে না।’ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী বলেও উল্লেখ করেন তিনি।
শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্প সামনে এগিয়ে যাবে এবং তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদে সিপিইসি প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।
সূত্র: জিও নিউজ