সংকটের মাঝেও বাংলাদেশে টেস্ট খেলতে আসবে শ্রীলঙ্কা
Published : Wednesday, 13 April, 2022 at 12:00 AM
গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। খাবার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ লোডশেডিংয়ের কবলে পড়া শ্রীলঙ্কায় চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এই অবস্থায় শ্রীলঙ্কার স্বাভাবিক জীবন-যাপন বিপন্ন। এই প্রতিকূল অবস্থাতেই আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। কিন্তু প্রশ্ন উঠেছে আর্থিক টানাপোড়েনের মধ্যে থাকা লঙ্কান দল কী বাংলাদেশ সফরে আসবে? বিসিবি অবশ্য স্পষ্ট করে বলে দিয়েছে, নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে লঙ্কান ক্রিকেট দল। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আসন্ন এই সিরিজ নিয়ে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘জাতীয় দল নিয়ে তাদের সঙ্গে যে কথা হয়েছে, তাতে ওরা খেলতে আসবে। সূচি অনুযায়ী তারা বাংলাদেশ সফর করবে। এসএলসি বাংলাদেশ সফর করার বিষয়ে এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।’
আগামী আগস্টে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু দেশটির সংকটাপন্ন অবস্থায় এই টুর্নামেন্ট নিয়েও সংশয় রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী জানালেন এখন পর্যন্ত শ্রীলঙ্কাই আয়োজক হিসেবে আছে, ‘এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটা আয়োজনের দায়িত্বে আছে। তারা এটা আয়োজন করবে। আয়োজন না হওয়ার বিষয়গুলো যদি কখনও আলোচনা হয়, সেটা নির্দিষ্ট জায়গায় হবে। এগুলো এসিসির কমিটিতে আলোচনা হয়। ওই বিষয়গুলো এখনও উঠেনি। আমরা এ ধরনের কোনও বিষয়ে অবগত নই।’
শ্রীলঙ্কায় এশিয়া কাপ বাতিল হলে বাংলাদেশ আয়োজক হবে কিনা এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘আগে শ্রীলঙ্কা জানাক যে তারা আয়োজন করবে না। তারপর দেখা যাবে কী হয়। আমার মনে হয়, ওরা এখনও আয়োজক আছে।’