Published : Wednesday, 13 April, 2022 at 12:00 AM, Update: 13.04.2022 12:56:19 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে নারায়ণ পাল নামে এক কৃষকের একটি ঘর ও তিনটি গরু ভষ্মিভূত হয়ে গেছে। উপজেলার টনকী ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রি করার জন্য গরু তিনটি লালন পালন করছিলেন কৃষক নারায়ণ পাল। স্বপ্ন ছিলো, ঈদে মোটা অংকের টাকায় গরুগুলি বিক্রি করে লাভের অংশ নিয়ে ঘরে ফিরবেন। কিন্তু তার স্বপ্ন আর সত্যি হয়নি। সোমবার (১১ এপ্রিল) দিবাগত ১টায় তার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভষ্মিভূম হয় তার ৩ টি গরু ও একটি বসত ঘর।
স্থানীয়রা জানান, কৃষক নারায়ণ পাল দুধ বিক্রি করে সংসার চালাতেন। প্রতিবছর ঈদকে সামনে রেখে দুই-তিনটি ষাড় বড় করে থাকেন। এবারও তার ঘরে একটি গাভী, একটি বড় ষাড় ও একটি বাছুর ছিল। ঈদ উল আযহায় এখান থেকে দুইটি গরু বিক্রি করার কথা ছিলো।
নারায়ণ পালের ছেলে বিষ্ণু পাল জানান, রাত ১১ টায় গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে কয়েল ধরিয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। মাঝ রাতে আগুনের বিষয়টি টের পেয়ে আমরা জেগে উঠে দেখি সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তখন আমরা প্রাণে বেঁচে গেলেও গোয়াল ঘরে থাকা তিনটি গরুসহ ঘরের আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য হবে প্রায় চার লক্ষ টাকা। আমরা ধারণা করছি গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
টনকী ইউপি চেয়ারম্যান তৈইবুর রহমান তুহিন বলেন, খবর পেয়ে আমি রাতেই নারায়ণ পালের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি বসত ঘরসহ তিনটি গরু পুড়ে মারা গেছে। আগুনে অন্য ঘর পোড়ার পূর্বেই এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাশ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে মঙ্গলবার বিকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হবে। আমরা তার পাশে থাকার আশ্বাস দিয়েছি।